নজরুল স্বরলিপি
চতুর্দশ
খণ্ড

হরফ প্রকাশনী (এ-১২৬ কলেজ স্ট্রিট মার্কেট, কলিকাতা) থেকে প্রকাশিত নজরুল স্বরলিপি সিরিজের চতুর্দশ খণ্ড। এই খণ্ডটি সম্পাদনা করেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। গ্রন্থটির প্রথম প্রকাশকাল: শুক্রবার ২রা সেপ্টেম্বর, ২০০৫ খ্রিষ্টাব্দ, ১৬ই ভাদ্র ১৪১২ বঙ্গাব্দ, ২৭ রজব, ১৪২৬ হিজ্‌রি। নিচে এই খণ্ডের গৃহীত গানের স্বরলিপির তালিকা দেওয়া হলো।

অকূল তুফানে নাইয়া কর পার [গান-৩৯৪] [তথ্য]
ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান [গান-৩৫২] [তথ্য]
ফিরিয়া যদি সে আসে [গান-১৫৬১] [তথ্য]