১১০ আমার সকল আকাশ ভ'রলো তোমার তনুর কমল-গন্ধে
আমার বন- ভবন ঘিরল মধুর কৃষ্ণ - মকরন্দে॥
এলোমেলো
মলয় বহে
বন্ধু এলো, এলো কহে
উজ্জ্বল হ'ল
আমার ভুবন তোমার মুখ -চন্দে॥
আমার দেহ-বীণায় বাজে তোমার চরণ-নূপুর-ছন্দ
সকল কাজে জাগে শুধু অধীর আনন্দ।
আমার বুকের সুখের মাঝে
তোমার উদাস বেণু বাজে
তোমার ছোঁওয়ার আবেশ জাগে ব্যাকুল বেণীর বন্ধে॥