১২৩.
                   তাল: কাহার্‌বা
আসে রজনী, সন্ধ্যামণির প্রদীপ জ্বলে
তিমির দু'কূলে গগনে, গোধূলি-ধূসর সাঁঝ-পবনে
তারার মানিক অলকে ঝলে
পূজা আরতি লয়ে চাঁদের থালায়
আসিল সে অস্ত-তোরণ নিরালায়।
ললাটের টিপ জ্বলে সন্ধ্যা-তারা
গিরি-দরি বনে ফেরে আপন-হারা
থামে ধীরে ধীরে বিরহীর নয়ন-জলে

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৩৪ খ্রিষ্টাব্দের  --- মাসে এইচএমভি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়।রেকর্ড নম্বর ছিল ----
শিল্পী: পারুল সেন। [শ্রবণ নমুনা]
                      
৩. রচনাকাল:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নাই। প্রকাশকালের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৫ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
                  
                      
৫. সুরকার:

৬. স্বরলিপিকার: 

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
 
তাল: কাহার্‌বা।
গ্রহস্বর: