১৫৬.
           
তাল: দাদ্‌রা

ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম
তেমনি চাহিয়া আছে নিশীথের তারাগুলি।
লতা-নিকুঞ্জে কাঁদে আজো বন-বুলবুলি

ঘুমায়ে পড়েছে সবে, মোর ঘুম নাহি আসে
তুমি যে ঘুমায়েছিলে সেদিন আমার পাশে
সাজানো সে গৃহ তব, ঢেকেছে পথের ধূলি

আমার চোখের জলে মুছে যায় পথ-রেখা
রোহিণী গিয়াছে চলি
' চাঁদ কাঁদে একা-একা
কোন দূর-তারালোকে কেমনে রয়েছ ভুলি
'॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৪১ খ্রিষ্টাব্দে মেগাফোন  রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- জে.এন.জি. ৫৫৪৩.। শিল্পী ছিলেন বিনয় কুমার অধিকারী।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দে মেগাফোন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৪২ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার: কাজী নজরুল।

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: দাদরা।
সুরের অঙ্গ:
পর্যায়: 

গ্রহস্বর:
 
মা।