১৬০.
তাল: কাহারবা
মোরা
কুসুম হয়ে কাঁদি কুঞ্জবনে
সুন্দর শ্যাম হে
আমি
মরিতে চাহি ঝরি'
তব চরণে
সুন্দর শ্যাম হে।
ওগো সুন্দর শ্যাম হে॥
মোর
ক্ষণিক এ জীবন নিশি শেষে
প্রিয়
ঝ'রে
যাবে গো স্রোতে ভেসে'
বঁধু
কাছে এসে ছুঁয়ো ভালোবেসে
জাগায়ো প্রেম-মধু গোপন মনে
সুন্দর শ্যাম হে॥
তব
সরস পরশ দিয়ে মনোহর
মোর
এ
তনু রঙে রসে পূর্ণ করো
আমি
তোমার বুকে রবো পরম সুখে
ঝরিব প্রিয়, চাহি'
তব নয়নে
সুন্দর শ্যাম হে॥
মোর
বিদায় বেলা ঘনায়ে আসে
মোর
প্রাণ কাঁদে মিলন-পিয়াসে
এই
বিরহ মম ওগো প্রিয়তম,
মিটিবে সে কোন্ শুভ লগনে,
সুন্দর শ্যাম হে॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র : ১৯৪১ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ২৭১৬৩.। শিল্পী ছিলেন যূথিকা রায় ও কমল দাশগুপ্ত।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪১
খ্রিষ্টাব্দের
আগষ্ট মাসে
এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৪২ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার:
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
লুম-খাম্বাজ। [একশো
গানের নজরুল স্বরলিপি, সপ্তম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ৯৭ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২২৩-২২৫]।
তাল: কাহারবা।
পর্যায়: ভক্তিমূলক গান।
সুরের অঙ্গ:
গ্রহস্বর: