১৬৫.
গীতিচিত্র: 'অতনুর দেশ',
তাল: দাদ্রা
তুমি
শুনিতে চেয়ো না আমার মনের কথা
দখিনা বাতাস ইঙ্গিতে বোঝে
কহে যাহা বনলতা॥
চুপ ক'রে
চাঁদ সুদূর গগনে
মহা-সাগরের ক্রন্দন শোনে,
ভ্রমর কাঁদিয়া ভাঙিতে পারে না
কুসুমের নীরবতা॥
মনের কথা কি মুখে সব বলা যায়?
রাতের আঁধারে যত তারা ফোটে
আঁখি কি দেখিতে পায়?
পাখায় পাখায়
বাঁধা যবে রয়
বিহগ-মিথুন কথা নাহি কয়,
মধুকর যবে ফুলে মধু পায়
রহে না চঞ্চলতা॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র : ১৯৪১ খ্রিষ্টাব্দের মার্চ মাসে H.M.V. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং N. 27097. । শিল্পী ছিলেন সন্তোষ সেনগুপ্ত।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৪০
খ্রিষ্টাব্দের
০৮ জুন তারিখে কলকাতা বেতার কেন্দ্র থেকে 'অতনুর দেশ' নামক গীতিচিত্রে গানটি প্রথম
সম্প্রচার করা হয়েছিল।
এই সময় কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার: নজরুল ইসলাম।
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
তাল: দাদ্রা।
গ্রহস্বর: পা।