১৬৮.
তাল: কাহার্বা
ফুট্লো যেদিন ফাল্গুনে, হায়, প্রথম গোলাপ-কুঁড়ি
বিলাপ গেয়ে বুলবুলি মোর গেল কোথায় উড়ি'\
কিসের আশায় গোলাপ বনে
গাইতো সে গান আপন মনে,
লতার সনে পাতার সনে খেল্তো লুকোচুরি (হায়)\
সেই লতাতে প্রথম প্রেমের ফুট্লো মুকুল যবে
পালিয়ে গেল ভীরু পাখি অম্নি নীরবে।
বাস্লে ভালো যে-জন কাঁদে
বাঁধবো তা’রে
কোন্ সে ফাঁদে,
ফুল নিয়ে তাই অবসাদে বনের পথে ঘুরি (হায়)\
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২.
রেকর্ড সূত্র :
১৯৩৭
খ্রিষ্টাব্দের
মার্চ মাসে
এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ৯৮৬২.। শিল্পী ছিলেন
মিস্ অনিমা (বাদল)।
[সূত্র:
এইচ.এম.ভি. কোম্পানীর চুক্তিপত্র - ২৬ জানুয়ারি, ১৯৩৭ খ্রিষ্টাব্দ]
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
২৬ জানুয়ারি, ১৯৩৭ খ্রিষ্টাব্দ
-এর এইচ.এম.ভি. কোম্পানীর চুক্তিপত্র থেকে জানা যায় যে,
১৯৩৭
খ্রিষ্টাব্দের
মার্চ
মাসে
এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৮ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার:
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ:
গ্রহস্বর:
সা।