১৭৩.
তাল: দাদ্রা
হয়ত আমার বৃথা আশা তুমি ফিরে আস্বে না।
আশা-তরী
ডুব্বে কূলে দুখের স্রোতে ভাস্বে
না॥
হয়তো তুমি এম্নি ক'রে
পথ চাওয়াবে জনম ভ'রে
রইবে দূরে চিরতরে সাম্নে এসে হাস্বে না॥
কামনা মোর রইলো মনে রূপ ধ'রে
তা উঠ্লো না;
বারে বারে ঝর্লো মুকুল ফুল হয়ে তা ফুট্লো
না।
অবুঝ এ প্রাণ তবু কেন
তোমার ধ্যানেই
বিভোর হেন
তুমি চির-চপল নিঠুর
─
জানি, ভালোবাস্বে না॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৭৩
সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৫।
- একশো গানের নজরুল স্বরলিপি,
প্রথম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ৮৮ সংখ্যক
গান।
পৃষ্ঠা: ২১৭-২১৮।
- সুনির্বাচিত নজরুল
গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, (সাহিত্যম,
মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ) -এর
৯৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৪৩-২৪৫।
- শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ
প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর
২৭০ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৬৭৭-৬৭৯।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]।
কাব্য-গীতি। গান-৭৬৩। পৃষ্ঠা:
১৯৭।
২.
রেকর্ড সূত্র :
-
প্রথমবার ১৯৩৬
খ্রিষ্টাব্দের
জুলাই মাসে টুইন
রেকর্ড
কোম্পানি গানটির প্রথম রেকর্ড করে। শিল্পী ছিলেন
গীতা বসু। কিন্তু রেকর্ডটি বাতিল হয়।
-
পরবর্তীতে ১৯৩৮
খ্রিষ্টাব্দের
অক্টোবর মাসে টুইন
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি.
১২৫৭৬.। শিল্পী ছিলেন
রমলা মজুমদার। সুর করেছিলেন সুবল দাশগুপ্ত।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৬
খ্রিষ্টাব্দের
জুলাই মাসে টুইন
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৯ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
৫.
সুরকার:
সুবল দাশগুপ্ত।
৬.
স্বরলিপিকার :
-
কাজী অনিরুদ্ধ। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, (সাহিত্যম,
মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ)
-এর ৯৬ সংখ্যক গান। পৃষ্ঠা:
২৪৩-২৪৫।]
- নিতাই ঘটক। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011)
-এর ২৭০ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৬৭৭-৬৭৯।]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: দাদরা।
পর্যায়:
সুরের অঙ্গ:
গ্রহস্বর:
রা।