১৭৩.
                তাল: দাদ্‌রা

হয়ত আমার বৃথা আশা তুমি ফিরে আস্‌বে না।
আশা
-তরী ডুব্‌বে কূলে দুখের স্রোতে ভাস্‌বে না

            হয়তো তুমি এম্‌নি ক'রে
            পথ চাওয়াবে জনম ভ'রে
রইবে দূরে চিরতরে সাম্‌নে এসে হাস্‌বে না

কামনা মোর রইলো মনে রূপ ধ
'রে তা উঠ্‌লো না;
বারে বারে ঝর্‌লো মুকুল ফুল হয়ে তা ফুট
্‌লো না।
            অবুঝ এ প্রাণ তবু কেন
            তোমার ধ্যানে বিভোর হেন
তুমি চির-চপল নিঠুর
জানি, ভালোবাস্‌বে না

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র :

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দে জুলাই মাসে টুইন  রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৯ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার: সুবল দাশগুপ্ত।

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: দাদরা।

পর্যায়: 
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: রা।