১৯০
            তাল : কাহারবা
সখি  সাপের মণি বুকে ক'রে কেঁদে নিশি যায়
      কাল-নাগিনী ননদিনী দেখ্‌তে পাছে পায় (লো সখি)॥
        সই  প্রাণের গোপন কথা মম
              পিঞ্জরেরি পাখির সম
        পাখা ঝাপটিয়া কাঁদে বাহির হতে চায়॥
        পাড়ার বৌ-ঝি যদি জলের ঘাটে কানে কথা কয়
        আমার কথাই কইলো বুঝি মনে জাগে ভয় (সখি);
        আমি  চাইতে নারি চোখে চোখে
        পাছে  মনের কথা জানে লোকে।
                আমার একি হলো দায়
                সখি লুকানো না যায়
সখি  কাঙাল যেমন পেয়ে রতন থইতে ঠাঁই না পায়॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৪০ খ্রিষ্টাব্দে জানুয়ারি মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ১৭৪০৪.। শিল্পী ছিলেন আঙ্গুরবালা। সুর করেছিলেন নজরুল ইসলাম। শ্রেণী-ঝুমুর।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দে জানুয়ারি মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৪১ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার: কাজী নজরুল ইসলাম।

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: কাহারবা।
পর্যায়: লোকগীতি।
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: মা।