২০৪.
           জংলী সুর, তাল: দ্রুত-দাদ্‌রা


আজো    ফোটেনি কুঞ্জে মম কুসুম ভোম্‌রাকে যেতে বল।
সখি       গুঞ্জরি ফেরে কেন কুঞ্জে বৃথাই এত ছল॥
            কত কি শুনিয়ে যায়, গুণ্‌গুনিয়ে হায়

            পাতার ঝরকায়, ঘোরে সে অবিরল॥
আমার    প্রাণের ভেতর কেন উঠায় সে ঝড়
তারে      ফেরালে ফেরে না হাসে কেবল,
সে         ফিরিয়া গেলে চোখে আসে জল।
            একি হল দায়, আঁখি নাহি চায়
            না দেখিলে তায়, প্রাণ পাগল॥

ভাবসন্ধান :

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩৩ খ্রিষ্টাব্দে আগষ্ট মাসে মেগাফোন. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- জে.এন.জি. ৬০। শিল্পী ছিলেন মিস্ পটল (চীনা)। শ্রেণী-নৃত্য-সম্বলিত।

৩. রচনাকাল :  গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দে আগষ্ট মাসে মেগাফোন. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৪ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :

৫. সুরকার :

৬. স্বরলিপিকার : 

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :    
রাগ:
তাল: দ্রুত-দাদরা। খেমটা।
পর্যায়:
সুরের অঙ্গ:
জংলা সুরের গান। নৃত্য-সম্বলিত।

গ্রহস্বর
: