২০৪.
জংলী সুর, তাল: দ্রুত-দাদ্রা
আজো ফোটেনি কুঞ্জে মম কুসুম ভোম্রাকে যেতে বল।
সখি গুঞ্জরি ফেরে কেন কুঞ্জে বৃথাই এত ছল॥
কত কি শুনিয়ে যায়, গুণ্গুনিয়ে হায়─
পাতার ঝরকায়, ঘোরে সে অবিরল॥
আমার প্রাণের ভেতর কেন উঠায় সে ঝড়
তারে ফেরালে ফেরে না হাসে কেবল,
সে ফিরিয়া গেলে চোখে আসে জল।
একি হল দায়, আঁখি নাহি চায়
না দেখিলে তায়, প্রাণ পাগল॥
ভাবসন্ধান :
১.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২০৪
সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৪।
- নজরুল-সঙ্গীত
স্বরলিপি, অষ্টম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, চৈত্র
১৪০৩। এপ্রিল ১৯৯৭) -এর ১ম গান।
পৃষ্ঠা: ৩১-৩৩।
- একশো গানের নজরুল স্বরলিপি,
নবম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ৪৬ সংখ্যক গান।
পৃষ্ঠা:
১১০-১১২।
- একশো গানের নজরুল
স্বরলিপি, একাদশ খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ৮ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৮-২০।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]।
কাব্য-গীতি। গান-৩৯। পৃষ্ঠা: ১২।
- গীতি-শতদল (বৈশাখ ১৩৪১ বঙ্গাব্দ।
এপ্রিল ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী, পঞ্চম খণ্ড
(বাংলা একাডেমী, ১২ ভাদ্র, ১৪১৪। ২৭ আগস্ট, ২০০৭)]
-এর ৩১ সংখ্যক গান (জংলা─খেমটা)। পৃষ্ঠা:
৩০১।
[সুর-জংলী, তাল-খেমটা, শ্রেণী-গজল]-[সূত্র:
ব্রহ্মমোহন ঠাকুর]
২. রেকর্ড সূত্র :
১৯৩৩
খ্রিষ্টাব্দের
আগষ্ট মাসে মেগাফোন.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং-
জে.এন.জি. ৬০। শিল্পী ছিলেন মিস্ পটল (চীনা)। শ্রেণী-নৃত্য-সম্বলিত।
৩. রচনাকাল :
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৩
খ্রিষ্টাব্দের
আগষ্ট মাসে মেগাফোন.
রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৪ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার :
৬.
স্বরলিপিকার :
- ড. ব্রহ্মমোহন ঠাকুর।
[একশো গানের নজরুল
স্বরলিপি, একাদশ খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ৮ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৮-২০।]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: দ্রুত-দাদরা। খেমটা।
পর্যায়:
সুরের অঙ্গ: জংলা সুরের গান। নৃত্য-সম্বলিত।
গ্রহস্বর:
-
নর্সা। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, অষ্টম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, চৈত্র
১৪০৩। এপ্রিল ১৯৯৭) -এর ১ম গান।
পৃষ্ঠা: ৩১-৩৩।]
-
র্সা। [একশো গানের নজরুল স্বরলিপি,
নবম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ৪৬ সংখ্যক গান।
পৃষ্ঠা:
১১০-১১২।]
-
রা।
[একশো গানের নজরুল
স্বরলিপি, একাদশ খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ৮ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৮-২০।]