২২৮.
তাল: কাহারবা
জাগো
দুস্তর
পথের নব
যাত্রী
জাগো
জাগো!
ঐ
পোহাল
তিমির রাত্রি॥
দ্রীম্
দ্রীম্ দ্রীম্ রণ-ডঙ্কা
শোন
বোলে নাহি শঙ্কা!
আমাদের
সঙ্গে নাচে রণ-রঙ্গে
দনুজ-দলনী বরাভয়-দাত্রী॥
অসম্ভবের পথে আমাদের অভিযান
যুগে যুগে করি মোরা মানুষেরে মহীয়ান।
আমরা
সৃজিয়া যাই নতুন যুগ ভাই
মোরা নবতম ভারত-বিধাত্রী॥
সাগরের
শঙ্খ ঘন ঘন বাজে,
রণ-অঙ্গনে চল্ কুচকাওয়াজে।
বজ্রের
আলোকে মৃত্যুর মুখে
দাঁড়াব নির্ভীক উগ্র সুখে
ভারত-রক্ষী মোরা নব শাস্ত্রী॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র : ১৯৩৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি. ৩৩০৩.। শিল্পী ছিলেন সন্তোষ কুমার দাস।
৩.
রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৪
খ্রিষ্টাব্দের
মার্চ মাসে
টুইন.
রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৫ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার:
৬. স্বরলিপিকার : ডঃ ব্রহ্মমোহন ঠাকুর।
৭.
সঙ্গীত বিষয়ক
তথ্যাবলী :
রাগ:
তাল: কাহারবা।
পর্যায়: দেশাত্মবোধক। স্বদেশী গান।
সুরের অঙ্গ: মার্চ্চের সুর।
গ্রহস্বর:
সা।