সাভানা
এটি এক ধরণের ক্রান্তীয় বা উপক্রান্তীয়  বিশাল সমতল ভূমি নিয়ে গঠির অঞ্চল।  এর প্রধান বৈশিষ্ট্য হলো-  হলো লম্বা ও মোটা ঘাসের একটি অবিচ্ছিন্ন স্তর। ঘাসের মাঝে মাঝে কিছু গাছ (যেমন আফ্রিকায় অ্যাকাসিয়া বা বাওবাব) বিচ্ছিন্নভাবে অবস্থান করে।  এই অঞ্চলের জলবায়ুতে স্বতন্ত্র শুষ্ক ঋতু। বর্ষাকাল আর্দ্রতা বৃদ্ধি পায়। এই অঞ্চলে বছরের বেশিরভাগ বৃষ্টিপাত বর্ষাকালেই হয়। গ্রীষ্মকালে বা শুষ্ক ঋতুতে প্রায়শই এই অঞ্চলে দাবানল দেখা দেয়।
 
পৃথিবীর প্রায় ২০% অঞ্চল জুড়ে সাভানা বিস্তৃত। সবচেয়ে বিখ্যাত সাভানা অঞ্চলগুলি হলো:

আফ্রিকার সাভানাতে হাতি

আফ্রিকার সাভানা
আফ্রিকাকাসাহারা মরুভূমির ঠিক দক্ষিণেই সহিল নামের একটি রূপান্তর-মধ্যবর্তী অঞ্চল (transitional zone) অবস্থিত। এই তৃণভূমির চারপাশ ঘিরে রয়েছে কালাহারি মরুভুমি। তবে এর পাশ জুড়ে রয়েছে ক্রান্তীয় অরণ্য। সহিল অঞ্চলে সাভানায় হালকা  তৃণভূমি ও ঝোপঝাড় দেখতে পাওয়া যায়।

এই অঞ্চল ঘাসে ঢাকা থাকলেও অল্পবিস্তর ছোটো বড় গাছেরও দেখা মেলে। বছরে প্রায় ৫৯ ইঞ্চি বৃষ্টিপাত হয় এই অঞ্চলে। অন্যান্য তৃণভূমির চেয়ে তুলনামুলক এই তৃণভূমি বেশি উত্তপ্ত থাকে। অনেক সময়ই ভয়ঙ্কর দাবানল সৃষ্টি এই তৃণভূমিতে। বন্য প্রাণীদের মধ্যে এই তৃণভূমিতে জেব্রা, জিরাফ, হাতি, হরিণ, ফ্ল্যামিংগো ইত্যাদি বেশি দেখা যায়। শিকারী প্রাণীর মধ্যে রণেছে সিংহ, চিতা ও হায়না।