বাংলাদেশের দর্শনীয় স্থান


নদ-নদী বিধৌত বাংলাদেশকে সাধারণভাবে বলা হয় নদীমাতৃক দেশ। এর তিন দিক ভারত এবং মায়ানমারের সীমানা এবং একদিকে বঙ্গোপসাগর। এক সময় এই দেশটিতে ছিল নানাবিধ উদ্ভিদের সমারোহ। ছিল পদ্মা, মেঘনা, যমুনার মতো বিশাল নদী, চলন বিলের মতো জলভূমি; ছিল বিচিত্র ধরনের মাছ, পাখি, বন্য পশু। ক্রমে ক্রমে তার অনেক কিছুই হারিয়ে গেছে বা হারিয়ে যেতে বসেছ। তাই পর্যটনের ক্ষেত্রও অনেকটা সীমীত হয়ে পড়েছে। তারপরেও এখন যা আছে, তা সংখ্যায় প্রচুর না হলেও সৌন্দর্যমানে অপাংক্তেয় নয়। এখনও আছে কান্তজীর মন্দিরের মতো স্থাপত্য নিদর্শন, আছে সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল, কক্সবাজারের সুদীর্ঘ সমুদ্র সৈকত, একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট প্রাকৃতি দর্শনীয় স্থানসমূহএবং নেত্রকোণার গারো পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের উপযোগী স্থান নিয়ে 'বাংলাদেশের দর্শনীয় স্থান' নামক পাঠটি তৈরি করা হলো। নিচে এই সকল স্থানের তালিকা তুলে ধরা হলো।

আহসান মঞ্জিল
উয়ারী-বটেশ্বর 
কান্তজীর মন্দির
পটিয়ার রাজবাড়ি
বালিয়াটি রাজবাড়ি
মহাস্থানগড়
সুন্দরবন
সেন্টমার্টিন