বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন
১ অক্টোবর ২০০১ খ্রিষ্টাব্দ

২০০১ খ্রিষ্টাব্দের ১ অক্টোবর বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। নির্বাচনে জয়লাভ করেছিল  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এই নির্বাচনে ৩০০টি আসনের জন্য ৪৮৪জন স্বতন্ত্র প্রার্থীসহ ৫৪টি দল থেকে মোট ১৯৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এই নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ২৯,৯৭৮টি। পোলিং বুথ ছিল ১৪৯,২৮৮টি। নির্বাচন পরিচালনায় পোলিং অফিসার ছিলেন ৪৭৭,৮৪২জন

মোট ভোটার ছিল ৭,৫০,০০,৬৫৬। এর ভিতরে পুরুষ ভোটার ৩,৮৬,৮৪,৯৭২টি এবং নারী ভোটার ছিল ৩,৬৩,১৫,৬৮৪টি। এই নির্বাচনে মোট মহিলা প্রার্থী ছিলেন ৩৭জন। মোট ভোটারের ৭৫.৫৯% ভোট প্রদান করেছিলেন।

নির্বাচন অনুষ্ঠানের সময় তত্ত্বাবাবধায়ক সরকারের প্রধান ছিলেন লতিফুর রহমান।  

ফলাফল
 
দল

ভোটদান

শতকরা হার প্রাপ্ত আসন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল

২৩,০৭৪,৭১৪

৪১.৪০ ১৯৩

বাংলাদেশ আওয়ামী লীগ

২২,৩১০,২৭৬

৪০.০২ ৬২

জাতীয় পার্টি (এরশাদ এবং ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট-এর প্রার্থীসহ)

৪,০২৩,৯৬২

৭.২২ ১৪

বাংলাদেশ জামায়েত-ই-ইসলামী

২,৩৮৫,৩৬১

৪.২৮ ১৭

জাতীয় পার্টি  (নাজির)

৫২১,৪৭২

০.৯৪

ইসলামী ঐক্যজোট

৩১২,৮৬৮

০.৫৬

কৃষক শ্রমিক জনতা লীগ

২৬১,৩৪৪

০.৪৭

জাতীয় পার্টি (মঞ্জু)

২৪৩,৬১৭

০.৪৪

নির্দল ও অন্যান্য দল

২,২৬২,০৪৫

৪.০৬

অবৈধ/ফাঁকা

৪৪১,৮৭১

- -

মোট

৫৬,১৬৯,২৩৩

১০০ ৩০০