নজরুল ইনস্টিটিউট
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের গবেষণা এবং প্রশিক্ষণের জন্য, বাংলাদেশে সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, ১৯৭২ খ্রিষ্টাব্দে সরকারিভাবে কবি নজরুল ইসলামকে বাংলাদেশে আনা হয়। এই সময় কবিকে বসবাসের জন্য ধানমন্ডির ২৮ নম্বর লেকের লেকপাড়ে একটি বাড়ি দেওয়া হয়। কবি এখানেই তাঁর জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন। সেই বাড়িটাই নজরুল ইসলামেরর মৃত্যুর পর নজরুল জাদুঘর করা হয়েছে। ১৯৮৫ খ্রিষ্টাব্দে এই জাদুঘরের সামনের মাঠটিতে গড়ে তোলা হয়েছে নজরুল ইনস্টিটিউট। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা ১২০৯-তে এই প্রতিষ্ঠানের প্রধান অফিস অবস্থিত। পূর্ণ ঠিকানা: নজরুল ইন্সটিটিউট, কবি ভবন ভাষাসৈনিক বিচারপতি আব্দুর রহমান চৌধুরী সড়ক, বাড়ি ৩৩০ বি, রোড ২টি (পুরাতন), ধানমন্ডি, আবাসিক এলাকা, ঢাকা ১২০৯। ই-মেইল
ed@nazrulinotitution.org.bd, ওয়েব সাইট www.nazrulinstitute.org.bd

এই ভবনের পঞ্চম তলায় রয়েছে নজরুল ইনস্টিটিউট গ্রন্থাগার। এই গ্রন্থাগারটি গড়ে তোলা হয়েছে নজরুল ইসলামের সৃষ্টিকর্মের উপর গবেষণা করার উপযোগী করে। নজরুল ইনস্টিটিউট গ্রন্থাগারের বইয়ের অধিকাংশ বই-ই রয়েছে কবি নজরুল বিষয়ক। সবমিলিয়ে এই গ্রন্থাগারে রয়েছে ১০ হাজার বইয়ের বিশাল সংগ্রহ। কবি নজরুল বিষয়ে এখানে রয়েছে সব দুর্লভ বই যা ভারতীয় উপমহাদেশে কোথাও নাই। রয়েছে কবির স্বহস্তে লেখা গান এবং কবিতার বইয়ের পাণ্ডুলিপি। এছাড়া রয়েছে কবির গানের একটি বিশেষ সংগ্রহ যা অন্যান্য গ্রন্থাগারে নাই। এছাড়া নজরুল বিষয়ক বইয়ের পাশাপাশি রয়েছে এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার কপি। আরো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বই, মুস্তফা সিরাজ, আবুল মনসুর আহম্মদ, আলাওল, কায়কোবাদ, মধুসূদন দত্ত সহ আরো অনেকের বই। রয়েছে বিজ্ঞান, দর্শন, মহাকাব্য, সাম্প্রতিক ইতিহাস ভিত্তিক বই, মুক্তিযুদ্ধের বই, শিশু একাডেমী ও বাংলা একাডেমী থেকে প্রকাশিত বই, প্রবন্ধের বই, খেলাধুলার বই এবং জীবনী গ্রন্থমালা ইত্যাদি। এছাড়া বড়দের পাশাপাশি আছে শিশু-কিশোরদের পাঠযোগ্য বেশ কিছু বই। বাংলা বইয়ের পাশাপাশি গ্রন্থাগারে ইংরেজি বইয়েরও দুর্লভ সংগ্রহ আছে। ইংরেজি বইয়ের মধ্যে আছে জুনিয়র এনসাইক্লোপেডিয়া, এটলাস, গেজেটিয়ার, চাইল্ড ক্রাফট, এলমেনাক, ইয়ারবুকসহ বেশ কিছু উপন্যাস, বিদেশী অর্থনীতি, চিত্রকলা, গল্প এবং প্রবন্ধের বই। এছাড়া বিভিন্ন ভাষার বেশ কিছু বইও এ গ্রন্থাগারে রয়েছে। আর আছে ছোটদের উপযোগী ইংরেজি ও বাংলা ম্যাগাজিন-পত্রিকা। দেশের দৈনিক পত্রিকার মধ্যে নজরুল ইনস্টিটিউট গ্রন্থাগারে দেশী-বিদেশী বাংলা, ইংরেজি বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, বার্ষিক মিলিয়ে ২৬ টি পত্রিকা রাখা হয় ।

নজরুল ইনস্টিটিউটের বিভিন্ন সঙ্গীত ও আবৃত্তি ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা রয়েছে। এগুলো হলো