চট্টগ্রাম জেলা
বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সদর জেলা। এর সদর দফতর চট্টগ্রাম শহর। এই জেলায় রয়েছে বাংলাদেশের প্রধান বন্দর 'চট্টগ্রাম বন্দর'।

ভৌগোলিক অবস্থান: ২১°৫৪´ থেকে ২২°৫৯´ উত্তর অক্ষাংশ এবং ৯১°১৭´ থেকে ৯২°১৩´ পূর্ব দ্রাঘিমাংশ।

অবস্থান: উত্তরে খাগড়াছড়ি রাঙ্গামাটি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে কক্সবাজার  জেলা, পূর্বে বান্দরবান, রাঙ্গামাটি  এবং খাগড়াছড়ি জেলা, পশ্চিমে নোয়াখালী জেলা ও বঙ্গোপসাগর

চট্টগ্রামের ইতিহাস [দ্রষ্টব্য: চট্টগ্রাম বিভাগ]

আয়তন: ৫,২৮৩ বর্গ কিঃ মিঃ
প্রশাসনিক কাঠামো: এই জেলায় রয়েছে ১৫টি উপজেলা। এগুলো হলো- মীরসরাই, সীতাকুন্ড, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী, বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া, কর্ণফুলী। এই জেলায় উপজেলা পর্যায়ে রয়েছে ১৬টি থানা। এগুলো হলো- মীরসরাই, সীতাকুন্ড, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, ভুজপুর, হাটহাজারী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী, বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া, জোরারগঞ্জ। অন্যদিকে চট্টগ্রাম মহানগর পর্যায়ে রয়েছে ে ১৬টি থানা। এগুলো হলো- বাকলিয়া, বায়েজিদ, পাহাড়তলী, পাঁচলাইশ,পতেঙ্গা, চান্দগাঁও, বন্দর, ডবলমুরিং, হালিশহর, কর্ণফুলী, খুলশী, কতোয়ালী, আকবরশাহ, চকবাজার, সদরঘাট, ইপিজেড।

পৌরসভা:
১৫টি। এগুলো হলো-
  বারইয়ারহাট, মীরসরাই, রাউজান, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ,  সাতকানিয়া, সীতাকুণ্ড,
পটিয়া, বাঁশখালী,  চন্দনাইশ, ফটিকছড়ি, হাটহাজারী, বোয়ালখালী, নাজিরহাট, দোহাজারী।

সংসদীয় নির্বাচনীয় এলাকা:
১৬টি
ইউনিয়ন সংখ্যা:
১৯০টি
গ্রাম: ১২৬৭টি
মৌজা:
৮৯০টি
মোট জনসংখ্যা:
২০১১ খ্রিষ্টাব্দের হিসাব অনুসারে ৭৯,১৩,৩৬৫ জন। পুরুষ ৩৯,৮৮,৫৫৩ জন (৫০.৪%), মহিলা ৩৯,২৪,৮১২ জন (৪৯.৬%)

চট্টগ্রাম মহানগরী জনসংখ্যা:
৩২,০২,০০০ জন
শিক্ষা:

নদ-নদী: চট্টগ্রাম জেলার প্রধান নদীর মধ্যে কর্ণফুলি, হালদা, সাঙ্গু এবং মুহুরী উল্লেখযোগ্য।
যোগাযোগ:

আকাশপথ: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এ জেলায় আকাশপথে যোগাযোগের মাধ্যম। ঢাকাসহ দেশ ও বিদেশের বিভিন্ন শহর থেকে বাংলাদেশ বিমান, জি এম জি, ইউনাইটেড এয়ার, ওমান এয়ার সহ আরও অনেক অপারেটর ফ্লাইট পরিচালনা করে থাকে।

সড়কপথ: ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহর থেকে সকল ধরনের যানবাহন চলাচল করে।

রেলপথ: বাংলাদেশের মূল রেলপথের সাথে যুক্ত। ফলে চট্টগ্রামে সাথে দেশের সকল রেলস্টশন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত।

দর্শনীয় স্থান: পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, হযরত শাহ আমানত (র:) এর মাজার, হযরত বায়েজীদ বোস্তামী (র:) এর দরগাহ, জাতিতাত্ত্বিক যাদুঘর, ওয়ার সিমেট্রি, ডিসি হিল, বাটালি হিল, কোর্ট বিল্ডিং (জেলা প্রশাসকের কার্যালয়), চন্দ্রনাথ পাহাড় (সীতাকুন্ড), বাঁশখালী ইকোপার্ক, পারকি সমুদ্র সৈকত (আনোয়ারা)।


সূত্র :
http://www.banglapedia.org/HTB/101486.htm
http://www.chittagong.gov.bd/