সুপ্রিম কোর্ট, বাংলাদেশ
বাংলাদেশের সর্বোচ্চ আদালত। সাধারণভাবে একে হাইকোর্ট বলা হয়।

বাংলাদেশের সংবিধানের ১০০ ধারায় সুপ্রিম কোর্টের স্থায়ী স্থান সম্পর্কে বলা হয়েছে, 'রাজধানীতে সুপ্রীম কোর্টের স্থায়ী আসন থাকিবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন লইয়া প্রধান বিচারপতি সময়ে সময়ে অন্য যে স্থান বা স্থানসমূহ নির্ধারণ করবেন, সেই স্থান বা স্থানসমূহে হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত হইতে পারবে।' এই সূত্রে বাংলাদেশের রাজধানী ঢাকা'র রমনা থানায় সুপ্রিম কোর্ট অবস্থিত। বর্তমান সুপ্রিম কোর্ট ভবনটিতেই, পাকিস্তান শাসনামলে পূর্ব পাকিস্তানের হাইকোর্ট ছিল।

বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগে বিচারবিভাগ শিরোনামের ৯৪ ধারার সুপ্রিম কোর্ট সম্পর্কে যে নির্দেশনা পাওয়া যায়, তা হলো

৯৪। (১) "বাংলাদেশ সুপ্রীম কোর্ট" নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকিবে এবং আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ লইয়া তাহা গঠিত হইবে।
     (২) "প্রধান বিচারপতি এবং প্রত্যেক বিভাগে আসনগ্রহণের জন্য রাষ্ট্রপতি যেরূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করিবেন, সেইরূপ সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রীম কোর্ট গঠিত হইবে।
     (৩) প্রধান বিচারপতি ও আপীল বিভাগে নিযুক্ত বিচারকগণ কেবল উক্ত বিভাগে এবং অন্যান্য বিচারক কেবল হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করিবেন।
      (৪) এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন।