হোজা নদী
বাংলাদেশের উত্তরঙ্গের একটি বিলুপ্ত নদী।

পদ্মার শাখা নদী স্বরমঙ্গলা এবং দয়ার সম্মিলিত প্রবাহ ফলিয়ার বিলে পতিত হয়। এই বিল থেকে দয়া এবং স্বরমঙ্গলার মিলিত স্রোত হোজা নদী নামে প্রবাহিত হয়েছে। পরে নদীটি রাজশাহীর দুর্গাপুর থানার পলাশবাড়ী গ্রামের মধ্যদিয়ে পূর্বমুখী প্রবাহ পথে তিন কিলোমিটার প্রবাহিত হয়েছে। এরপর উত্তরমুখী হয়ে বর্ধনপুর, চৌপুকুরিয়া, সিঙ্গা, দুর্গাপুর, পনানগর, দমদমা, চকপলাশী, গাংধোপাপাড়া, গন্ডগোহালি, গোবিন্দনগর হয়ে পুঠিয়ার কানাইপাড়ার মধ্যদিয়ে মুসা খান নদীতে পতিত হয়েছে।

দমদমা ছিল সুলতানী আমলের একটি উল্লেখযোগ্য প্রশাসনিক কেন্দ্র। গোবিন্দনগরে ছিল শ্মশানঘাট। স্থানীয় লোকেরা এখনো মাটি খোঁড়াখুঁড়ি করলেই শ্মশানের পোড়া কয়লার সন্ধান পেয়ে থাকেন। গাঙধোপাপাড়ার নামটিই নদীর পরিচয় বহন করে। অথচ নতুন প্রজন্মের কেউ জানেন না যে এই নয় কিলোমিটার এলাকায় নদী ছিল।