গ্রিনউইচ সময় মান
ইংরেজি:
Greenwich Mean Time (GMT)

সৌরদিনের আদর্শ সময়মানকে 'গ্রিনউইচ সময় মান' বলা হয়। ভূবিজ্ঞানীরা পৃথিবীর দ্রাঘিমাংশের ০ ডিগ্রি অতিক্রমণীয় রেখা, ইল্যান্ডের গ্রিনউইচ নামক স্থানের উপর দিয়ে গেছে, এমনটা ধরে দিনের আদর্শ সময় মান নির্ধারণ করেছেন।

বহু আগে থেকেই ব্রটিশ নাবিকরা তাদের ক্রোনোমিটার দ্বারা স্থানিক দূরত্ব সময় নির্ধরাণের সময় গ্রিনিউইচকে ০ ডিগ্রি মান্য করতো। কালক্রমে আশপাশের ইউরোপীয় নাবিকরাও তা অনুসরণ করা শুরু করে। ১৮৮৪ খ্রিষ্টাব্দে
International Meridian Conference
-এ আন্তর্জাতিক আদর্শ সময় মান হিসেবে গ্রিনউইচ সময়মানকে নির্ধারণ করা হয়। 

 

যেকোন স্থানের স্থানীয় সময়ের সাথে গ্রিনউইচ মান সময়ের হেরফের ঘটে, ভৌগোলিক অবস্থানের বিচারে। উল্লেখ্য, গ্রিনউইচ সময় মান-এর সাথে ৬ ঘন্টা যোগ করলে বাংলাদেশের স্থানীয় সময় মান পাওয়া যায়।