ফোর্ট উইলিয়াম কলেজ
ইংরেজি :
Fort William College, College of Fort William)
ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত একটি শিক্ষাকেন্দ্র। ব্রিটিশ আধিকারিকদের ভারতীয় ভাষায় শিক্ষিত করে তোলার উদ্দেশ্য এই শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়।

১৭০০ খ্রিষ্টাব্দের শেষের দিকে কলকাতা কেন্দ্রিক বাংলা ভাষা ও সংস্কৃতির নবজাগরণের সূচনা হয়। এই সূত্রে ওয়ারেন হেস্টিংস-এর সময় ১৭৮১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল 'কলকাতা মাদ্রাসা'। ১৭৮৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় গবেষণামূলক প্রতিষ্ঠান 'এশিয়াটিক সোসাইটি'। ১৮১৫ খ্রিষ্টাব্দের দিকে রাজা রামমোহন রায় ব্রাহ্মধর্মের প্রচার শুরু করেন এবং
'আত্মীয় সভা' প্রতিষ্ঠা করেন।

বাঙালি নবজাগরণের উষালগ্নে ১৮০০ খ্রিষ্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা হয়েছিল। এই সময় এই কলেজে  আরবি, হিন্দুস্তানি, ফারসি, সংস্কৃত ও বাংলা ভাষা শেখানো হতো। 

এই সময় বিভিন্ন বিভাগের জন্য সেকালের অন্যতম পণ্ডিতদের এই কলেজে নিয়োগ দেওয়া হয়েছিল। এই কলেজের ফারসি বিভাগের প্রধান ছিলেন সরকারি ফারসি অনুবাদক নেইল বি. এডমন্ডস্টোন। আর তাঁর সহকারী শিক্ষক ছিলেন সদর দেওয়ানি আদালতের বিচারক জন এইচ. হ্যারিংটন ও সেনা কূটনীতিবিদ ফ্রান্সিস গ্ল্যাডউইন। আরবি শিক্ষা দিতেন বিশিষ্ট আরবি ভাষাবিদ লেফট্যানেন্ট জন বেইলি। হিন্দুস্তানি ভাষা বিভাগের জন্য ছিলেন বিশিষ্ট ভারততত্ত্ববিদ জন বোর্থউইক গিলক্রিস্টের। বিখ্যাত প্রাচ্যবিদ এইচ. টি. কোলব্রুক ছিলেন সংস্কৃত বিভাগের প্রধান। দেশীয় ভাষা বিভাগের প্রধান ছিলেন বেসরকারি মিশনারি ও একাধিক ভারতীয় ভাষাবিদ উইলিয়াম কেরি। কেরি পরবর্তী সময়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে হেড পণ্ডিত, রামমোহন বাচস্পতিকে সেকেন্ড পণ্ডিত ও রামরাম বসুকে অন্যতম সহকারী পণ্ডিতের পদে নিয়োগ দিয়েছিলেন।

১৮০৫ খ্রিষ্টাব্দে কলেজে ১২টি অনুষদ খোলা হয়। ১৮০৫ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের হ্যালিবেরিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট উইলিয়ামের আদলে একটি কলেজ স্থাপন করেছিল। ১৮৩০ খ্রিষ্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ইংরেজিকে জনশিক্ষার মাধ্যম হিসাবে ঘোষণা দেন এবং ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপকদের পদ বিলোপ করেন। ১৮৩১ খ্রিষ্টাব্দে এই কলেজের কাউন্সিল ভেঙে দেন। ১৮৫৪ খ্রিষ্টাব্দে ডালহৌসি প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই কলেজ ভেঙে দেন।


তথ্যসূত্র:
বাংলাপিডিয়া ষষ্ঠ খণ্ড। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। চৈত্র ১৪০৯/মার্চ ২০০৩।
http://en.wikipedia.org/wiki/Fort_William,_Indiahttp://en.wikipedia.org/wiki/Fort_William_College