মহারাষ্ট্র

ইংরেজি : Maharashtra
 

ভৌগোলিক স্থানাঙ্ক : ১৮°৫৮ উত্তর ৭২°৪৯ পূর্ব

ভারত প্রজাতন্ত্রের একটি প্রদেশ। এর পশ্চিমে আরব সাগর, উত্তর-পশ্চিমে গুজরাট, উত্তর এবং পূর্বে, পূর্বে ছত্তিসগড়, দক্ষিণে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক, উত্তরে মধ্যপ্রদেশ আয়তন ৩,০৭,৭১৩ বর্গকিলোমিটার (১,১৮,৮০৯ বর্গমাইল)। এর রাজধানী মুম্বাই। ২০১১ খ্রিষ্টাব্দের হিসাব অনুসারে এই প্রদেশের জনসংখ্যা ১১,২৩,৭২,৯৭২। প্রাদেশিক সরকারি ভাষা মারাঠা। জনসাধারণের ভিতর হিন্দির প্রচলন ব্যাপক।

 

মহারাষ্ট্র প্রদেশটি ৫টি বিভাগে বিভাজিত। এই বিভাগগুলো হলো অমরাবতী, আওরাঙ্গাবাদ, কোনকান, নাগপুর ও নাশিক। জেলার সংখ্যা ৩৫।