অজয় নদ
ভারত প্রজাতন্ত্রের, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ নামক প্রদেশগুলোর ভিতর দিয়ে প্রবাহিত একটি নদ।

বিহার প্রদেশেরে জামুই জেলার চাকাই ব্লকের বাটপার অঞ্চলের ৩০০ মিটার উচু পাহাড় থেকে উৎসারিত হয়ে এই নদের উৎপত্তি হয়েছে। ন্দটি উৎপত্তি স্থল থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে দেবীপুরের নিকটে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে। এরপর দেওঘর শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে, প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের বর্ধমান বিভাগের পূর্ব-বর্ধমান জেলা চিত্তরঞ্জনের কাছে শিমজুড়িতে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তবে পশ্চিম বর্ধমানের দিকে ঘুরে গিয়ে পশ্চিম বর্ধমান ও ঝাড়খণ্ডের মধ্যে একটি সীমান্ত রেখা তৈরি করেছে। শেষ পর্যন্ত নদটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার নারেং গ্রাম হয়ে পশ্চিম বঙ্গে প্রবেশ করেছে। এরপর কাটোয়া শহরের কাছে নদটি ভাগিরথী নদীর সাথে মিলিত হয়েছে। এর উল্লেখযোগ্য উপনদীগুলো হলো- ঝাড়খণ্ডের পাথরো ও জয়ন্তী এবং বর্ধমানের তুমুনি ও কুনুর।

এই নদের তীরে রয়েছে ১২ শতকের গীতগোবিন্দর লেখক কবি জয়দেবের জন্মস্থান বীরভূম জেলার কেঁদুলি গ্রাম ও কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম।