বাংলা স্বরবর্ণ ও কার-চিহ্ন
বাংলা লিপির ১১টি স্বরবর্ণের পৃথক চিহ্ন আছে। এগুলো হলো , , , , , , , , , , বাংলাতে এ্যা ধ্বনি থাকলেও তার জন্য পৃথক বর্ণচিহ্ন নেই। মৌলিকত্বের বিচারে স্বরধ্বনির সংখ্য ৭টি। এগুলো হলো , , , , , এবং এ্যা (এর জন্য কোনো স্বরচিহ্ন বা কার চিহ্ন নেই)। প্রচলিত স্বরবর্ণের ১১টি চিহ্নের বিচারে ৫টি বর্ণ মৌলিক নয়। ধ্বনির বিচারে বাংলা বর্ণগুলোকে বিভক্ত করা হয়, তা হলো

বাংলা বর্ণামালায় যে সকল স্বরবর্ণচিহ্ন রয়েছে, সেগুলো শব্দে স্বাধীনভাবে ব্যবহৃত হওয়ার সময় মূল চিহ্নরূপেই থাকে। কিন্তু ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হলে তা রূপান্তরিত হয়ে পৃথক চিহ্নে পরিণত হয়। এই চিহ্নগুলিকে কারচিহ্ন বলা হয়। বাংলা লিখন পদ্ধতিতে ব্যঞ্জনবর্ণের সাথে স্বাভাবিকভাবে 'অ' থাকে। তাই এর কোনো কার-চিহ্ন নাই। অন্যান্য কারচিহ্নগুলো নিজস্ব রীতি অনুসারে স্বাভাবিকভাবে ব্যঞ্জনবর্ণের পূর্বে, পরে বা নিচে বসে। কোনো কোনো ক্ষেত্রে এই চিহ্নগুলো মুক্ত বা যুক্ত ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়ে ব্যঞ্জনবর্ণের মূল রূপকে পরিবর্তন করে বা কারচিহ্ন নিজেই পরিবর্তি হয়ে যায়। এই বিচারে কারচিহ্নের যে রূপগুলো পাওয়া যায়, ত হলো