অনাগত
অনাগত শব্দের আভিধানিক অর্থ হলো- যা এখনো আসে নি এমন (ন আগত)। ভারতীয় সঙ্গীতশাস্ত্রে অনাগত শব্দটি সঙ্গীতের পারিভাষিক শব্দের পূর্বে বসে- বিশেষ অবস্থাকে নির্দেশ করে। যেমন-
অনাগত গ্রহ: তালের তিনটি গ্রহরূপের একটি। যখন তাল আরম্ভের পরে গীত বাদ্য নৃত্য আরম্ভ হয়, তখন তাকে অনাগত গ্রহ বলা হয়।
অনাগত তেহাই: তালের তেহাইয়ের প্রথম মাত্রা যদি সম আসার একমাত্রা, অর্ধমাত্রা বা সিকিমাত্রা পূর্বে পরে তবে তাকে অনাগত তেহাই বলে।
অনাগত ধা: তালের সম আসার আগেই যদি গায়ক বা বাদকের তান বাট অথবা পরণের ধা পড়ে, তাহলে গায়ক বা বাদকের 'ধা'কে 'অনাগত ধা' বলে।