দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতি
দক্ষিণ ভারতে প্রচলিত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ধারার সাধারণ নাম।

ভারত উপমহাদেশের ভৌগৌলিক অবস্থান সীমা হিসেবে উত্তরে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা; পশ্চিমে আরব সাগর; পূর্বে বঙ্গোপসাগর; দক্ষিণে ভারত মহাসাগর। এর রাজ্যগুলো হলো- অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিল নাড়ু এবং তেলেঙ্গেনা।

খ্রিষ্টীয় ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে মুসলমান শাসনামলে- ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সাথে আরব্য-পারশ্যের শাস্ত্রীয় সঙ্গীতের মিশ্রণে- ভারতীয় শাস্ত্রীয় একটি বিশেষ রীতিতে বিকশিত হতে থাকে। এই সময় ভারতীয় শাস্ত্রীতের  চিরায়ত ধারা বজায় থাকে দক্ষিণ ভারতে। উত্তর ভারতের  শাস্ত্রীয় সঙ্গীত ক্রমবিবর্তনের ধারায় যে স্বতন্ত্র রূপ লাভ করে, তাই উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির বৈশিষ্ট্য