মার্গ সঙ্গীত
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রাচীন নাম।

মার্গ অর্থ হলো- পথ। শাস্ত্রীয় বিধি বা পথ অবলম্বনে সৃষ্ট সঙ্গীতকে বলা হয় মার্গ সঙ্গীত। বর্তমানে এই বিশেষ প্রকরণের সঙ্গীতকে বলা হয় শাস্ত্রীয় সঙ্গীত।

প্রাচীন গান্ধর্ব-সঙ্গীতের শাস্ত্রীয় সঙ্গীতের ধারাকে মার্গসঙ্গীত হিসেবে বিবেচনা করা হয়েছে। মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থে মার্গ সঙ্গীত সম্পর্কে বলা হয়েছে- আলাপাদি ক্রিয়াদ্বারা নিবদ্ধ রূপকে নলা হয় মার্গ দুটি ভাগে ভাগ করা হয়েছে। ভাগ দুটি হলো- নিবদ্ধ ও নিবদ্ধ। উল্লেখ্য শাস্ত্রীয় সঙ্গীতরে বাইরে লৌকিক গানগুলোকে বলা হয়েছে দেশী গান। উল্লেখ্য নাট্যশাস্ত্রে গান্ধর্ব সঙ্গীতকে তিনটি ভাগ করা হয়েছে।
সূত্র :