১. 
মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বল না।
ফাল্গুনী হাওয়া দোলে মনোবনে দোলে ফুলের কামনা

আনন্দ রাগিণী বাজালে
   
কত রূপে, কত সাজে,
       কত অনুরাগে গো

            আমারে সাজালে।
আমি যে তোমারই রচনা

কি মায়া বাঁধনে বেঁধেছো
      কত সুরে, কত গানে 
 
         কত অনুরাগে গো
            আমারে সেধেছো
,
তবুও মেটেনি বাসনা

প্রাসঙ্গিক পাঠ: গানটির সুরকার ছিলেন রবীন চট্টোপাধ্যায়। ১৯৬৯ খ্রিষ্টাব্দে এই গানের রেকর্ড প্রকাশিত হয়েছিল। শিল্পী ছিলেন- শিপ্রা বসু