অঠান
দক্ষিণ ভারতীয় ধীরশঙ্করভরণ মেলের অন্তর্গত একটি রাগ। উল্লেখ্য এই রাগে কাকলী নিষাদ, চতুশ্রতি ধৈবত এবং অন্তর গান্ধার ব্যবহৃত হয়। এর পনস বিশেষ সুর পদগুচ্ছ। এতে ব্রিগা (একাধিক স্বরকে খুব দ্রুত, প্রবাহমান ও শ্বাসনিয়ন্ত্রিতভাবে গাওয়ার অলংকার) ব্যবহৃত হয়। উত্তর ভারতের শুদ্ধ বিলাবল বা দেবগিরি বিলাবলের সাথে তুলনা করা হয়।

আরোহণ: সর ম র্স
অবরোহণ : র্স ন ধ প ম গ র স
মেল: ধীরশঙ্করভরণ
জাতি: ঔড়ব (মধ্যম ও নিষাদ বর্জিত-সম্পূর্ণ
বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর : ষড়জ। কোনো কোনো মতে কাকলী  নিষাদ
ন্যাস স্বর: পঞ্চম
উপন্যাস: ষড়্জ
সময়: দ্বিতীয় প্রহর (প্রায় সকাল ৯টা–দুপুর ১২টা)


তথ্যসূত্র: