গান্ধারী

উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত
শাবরী ঠাট থেকে উৎপন্ন রাগ বিশেষ। এই রাগে জ্ঞ, দ, ণ এবং দুই ঋষভ ব্যবহৃত হয়। এর আরোহণে শুদ্ধ ঋষভ এবং অবরোহণে কোমল ঋষভ ব্যবহৃত হয়। এর আরোহ অনেকটা জৌনপুরীর মতো এবং অবরোহণে ভৈরবী-এর মতো।

          
আরোহণ:  ‌স র ম প  দ ণ র্স।
          
অবরোহণ : র্স দ প, ণ দ প, দ ম প, জ্ঞ ঋ স।
          
ঠাট শাবরী
          
জাতি : ষাড়ব (গান্ধার বর্জিত)-সম্পূর্ণ (বক্র)।
          
বাদীস্বর : কোমল ধৈবত।
          
সমবাদী স্বর : কোমল গান্ধার।
           অঙ্গ :  উত্তরাঙ্গ।
          
সময় : দিনের দ্বিতীয় প্রহর।
          
পকড় : রম, প দপ, জ্ঞঋস।


তথ্যসূত্র:
সঙ্গীত শাস্ত্র। তৃতীয় খণ্ড। শ্রীইন্দু ভূষণ রায়।