সারঙ্গ (রাগ)
সমনাম: সারং
প্রাচীন ভারতে প্রচলিত রাগ
বিশেষ। ধারণা করা হয়, এই রাগ থেকে
সারং অঙ্গের
রাগসমূহের উৎপত্তি ঘটেছিল।
সঙ্গীত পারিজাতে এই রাগের পরিচয় বলা হয়েছে- এই রাগে গান্ধার
অতিতীব্রতম ও ধৈবত তীব্রতর। একালের বিচারে অতিতীব্রতম গান্ধার হলো- শুদ্ধ
মধ্যম। আর তীব্রতর মধ্যম হলো- কড়ি মধ্যম। তীব্রতর ধা হলো- কোমল
নিষাদ। এই বিচারে তীবরতর নিষাদ হলো- কোম নিষাদ নিষাদ। আর তীব্রতর অর্থাৎ শুদ্ধ
নিষাদ। এই বিচারে বলা যায়- এই রাগে উভয় মধ্যম এবং উভয় নিষাদ ব্যবহৃত হতো। এর ন্যাস স্বর ষড়্জ, ন্যাস ও অংশ স্বর।
এর জাতি সম্পূর্ণ।
মূর্চ্ছনার বিচারে রাগটি ছিল- ষড়্জ গ্রামের উত্তর মূর্চ্ছনার অন্তর্গত। এর
স্বরপ্রস্তার-
সর গম পধ নর্স। র্সন ধপ মগ রস। সর গম পপ ধপ পম গম পম গম গরস। সর গর স