শ্যামকোষ
উত্তর ভারতীয়
সঙ্গীত পদ্ধতিতে
আশাবরী
ঠাটের অন্তর্গত রাগ বিশেষ।
'মজ্ঞ
রজ্ঞ ম-জ্ঞ রস' বিন্যাসে
এই রাগের রূপ ফুটে ওঠে। অনেকের মতে
চন্দ্রকোষ
এবং
কৌশিকী কানাড়ার
সংমিশ্রণে এই রাগের সৃষ্টি হয়েছে।
আরোহণ: স জ্ঞ ম দ ন র্স
অবরোহণ : র্স ন দ প ম জ্ঞ, রস
জাতি : ঔড়ব (ঋষভ পঞ্চম বর্জিত)-সম্পূর্ণ।
বাদীস্বর : মধ্যম
সমবাদী স্বর : ষড়্জ
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময়
:
মধ্য রাত্রি ।
পকড় : মজ্ঞ রজ্ঞ
ম-জ্ঞ রস দ্ ন্ স
তথ্যসূত্র:
মগনগীত ও তান মঞ্জরী,
চতুর্থ
খণ্ড। চিন্ময় লাহিড়ী। ১৩ ফেব্রুয়ারী, ১৯৮৬