শিবরঞ্জনী
দক্ষিণ ভারতীয় রাগ। তবে উত্তর ভারতীয় সঙ্গীত শিল্পীরা এই রাগটি প্রায়ই পরিবেশন করে থাকেন। উত্তর ভারতীয় পদ্ধতিতে এই রাগটিকে কাফি ঠাটের অন্তর্গত রাগ হিসেবে মান্য করে থাকেন।
আরোহণ: স র জ্ঞ প ধর্স
অবরোহণ: র্সধ প জ্ঞ রসা
ঠাট: কাফি
জাতি : ঔড়ব-ঔড়ব (মধ্যম এবং নিষাদ বর্জিত)
অঙ্গ: পূর্বাঙ্গ
বাদীস্বর: ঋষভ
সমবাদী স্বর: পঞ্চম
সময় : রাত্রি দ্বিতীয় প্রহর
পকড় : সধ্ সরজ্ঞ, পজ্ঞ, রজ্ঞ রস