সরস্বতী ভৈরব
ভারতীয় রাগশাস্ত্রে বর্ণিত একটি প্রাচীন রাগ। এটি মূলত ভৈরবীর আদি রূপ। এই কারণে একে অনেক সময় বলা হয় আদি ভৈরব। এছাড়া এর অন্যান্য নামগুলো হলো- রয়েছে ভরত ভৈরব, ভোলী ভৈরব, ঔড়ব ভৈরব।
এই রাগে ঋষভ ও পঞ্চম বর্জিত। ফলে রাগটি ঔড়ব জাতির রাগ হিসেবে বিবেচনা করা হয়।
ভৈরব রাগের সাধারণ পরিচিতি
ম গ ম গ স।আরোহণ : স গ ম দ ন র্স
অবরোহণ: র্স ন দ ম গ স
ঠাট : ভৈরবজাতি : ঔড়ব-ঔড়ব
বাদীস্বর : দ
সমবাদী স্বর : গ
অঙ্গ : উত্তরাঙ্গ।
সময় : দিবা প্রথম প্রহরপকড় : গ ম দ
তথ্যসূত্র:
রাগ-রূপায়ণ। সুরেশচন্দ্র চক্রবর্তী। জেনারেল প্রিন্টার্স য়্যান্ড পাব্লিশাসার্স প্রাইভেট লিমিটেড। ?। পৃষ্ঠা: ৩৪-৩৫