রেলা
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে তাল-বাদনের একটি শ্রেণি বিশেষ।

রেলা শব্দের আক্ষরিক অর্থ হলো- দ্রুত বর্ষণ। হাল্কা বোলবাণীতে দ্রুত লয়ে রেলা বাদিত হয়ে থাকে। কায়দা বাদনের ব্যবহৃত বোলগুলোর কিছু নির্বাচিত অংশ চতুর্গুণ বা আটগুণ লয়ে বিস্তার ও পুনরাবৃত্তিসহ রেলা হিসেবে বাজানো হয়। তবে এতে কায়দার মতো সূক্ষ্ণ লয়কারীর হয় না। তা ছাড়া কায়দার মতো মোকাম থাকে না।

বোলবাণীর বিচারে রেলাকে দুইভাগে ভাগ করা হয়।

রেলার একটি নমুনা

ধাতেটে ঘেড়েনাগ তাগতেটে ঘেড়েনাগ
ধাতেটে ঘেড়েনাগ ধাতেটে ঘেড়েনাগ
তাতেটে কেড়েনাক তাকতেটে কেড়েনাক
ধাতেটে ঘেড়েনাগ ধাতেটে ঘেড়েনাগ

তথ্যসূত্র: