রেলা
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে
তাল-বাদনের একটি শ্রেণি বিশেষ।
রেলা শব্দের আক্ষরিক অর্থ হলো- দ্রুত বর্ষণ। হাল্কা বোলবাণীতে দ্রুত লয়ে রেলা বাদিত
হয়ে থাকে। কায়দা বাদনের ব্যবহৃত বোলগুলোর কিছু নির্বাচিত অংশ চতুর্গুণ বা আটগুণ লয়ে
বিস্তার ও পুনরাবৃত্তিসহ রেলা হিসেবে বাজানো হয়। তবে এতে কায়দার মতো সূক্ষ্ণ লয়কারীর হয় না। তা ছাড়া কায়দার মতো মোকাম থাকে না।
বোলবাণীর বিচারে রেলাকে
দুইভাগে ভাগ করা হয়।
- কায়দা-রেলা: তবলায়
বাদিত কায়দার বোলবাণীতে বাদিত রেলা।
- ভিন্ন রেলা:
পাখোয়াজের বোলবাণীতে বাদিত রেলা
রেলার একটি নমুনা
ধাতেটে |
ঘেড়েনাগ |
তাগতেটে |
ঘেড়েনাগ |
ধাতেটে |
ঘেড়েনাগ |
ধাতেটে |
ঘেড়েনাগ |
তাতেটে |
কেড়েনাক |
তাকতেটে |
কেড়েনাক |
ধাতেটে |
ঘেড়েনাগ |
ধাতেটে |
ঘেড়েনাগ |
তথ্যসূত্র:
- আনদ্ধ। শঙ্কর ঘোষ। প্রকাশক: লেখক। জানুয়ারি ১০১৬। পৃষ্ঠা: ২৩।
- তাল অভিধান। মানস দাসগুপ্ত। প্রকাশিক মমতা দাশগুপ্তা।
জ্যৈষ্ঠ ১৪৯২। পৃষ্ঠা: ১৫৮
- ভারতীয় সঙ্গীতকোষ। বিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্পী।
বৈশাখ ১৩৭২। পৃষ্ঠা: ১৩৬-১৩৭