ডোরিস
গ্রিক Δωρίς
ইংরেজি Doris

গ্রিক পৌরাণিক কাহিনি মতে ইনি ছিলেন সাগরপরী।  প্রাচীন জলরাশির দেবতা ওসিনাস-এর কন্যা। এই কারণে এঁকে ওসিয়ানিড (Oceanid) বলা হয়। এঁর মায়ের নাম ছিল টেথিস

ভূমধ্যসাগরের দেবতা নিরিয়াস-এঁর সাথে এঁর বিবাহ হয়। এঁদের মোট ৫০টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এই সন্তানগুলোকে একত্রে নিরিদ বলা হতো।


সূত্র :
ইলিয়াড। হোমার

greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969