অম্বষ্ঠ-বৈদ্য
হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটি বর্ণ বিশেষ
বৈদ্য শব্দের অর্থ চিকিৎসক প্রাচীনকালে এদের বৃত্তি ছিল চিকিৎসা করা ধীরে ধীরে এই শব্দ জাতিবাচক শব্দে পরিণত হয় ব্রহ্মবৈবর্ত পুরাণে অম্বষ্ঠ ও বৈদ্য নামক দুটি জাতির উল্লেখ পাওয়া যায় ধারণা করা হয় পরবর্তীকালে উভয় জাতি এক সাথে মিশে এই অম্বষ্ঠ-বৈদ্য নামে পরিণত হয়