অষ্টমঙ্গলা
বাঙালি হিন্দু বিবাহের একটি লোকাচার বিশেষ।

১. সাধারণত হিন্দু বিবাহের আট দিনের মাথায় কনের পিত্রালয়ে এই লোকাচারটি পালিত হয়। এই অনুষ্ঠানে প্রথমে একটি থালায় দুধ, আলতা এবং জল একসাথে মিশানো হয়। এরপর এই মিশ্রণের ভিতের বরকনের হাত ডুবিয়ে, সধবারা বর-কনের মঙ্গলসূত্রের বন্ধন মুক্ত করে থাকেন। এই সময় বিবাহকালীন গাঁটছড়াও মুক্ত করা হয়। বিবাহের অষ্টম দিনের মঙ্গলসূত্রের বন্ধন ছিন্ন করার অনুষ্ঠানটিকে অষ্টমঙ্গলা বা অষ্টাহার বলা হয়।            তথ্য: আবিদা সুলতানা, বাঁধন

২. বাংলা মঙ্গলকাব্যের শেষ পর্ব। যে সকল মঙ্গল কাব্য আট দিনে আট পর্ব উপস্থাপিত হয়, তাদের শেষ দিনের পালাটিকে অষ্টমঙ্গলা বলা হয়। কবিকঙ্কণের মতে মঙ্গলকাব্যের প্রথম পালা শুরু হবে মঙ্গলবারে আর শেষও হবে মঙ্গল বারে। এর ফলে শেষ পালাটি হতো হষ্টম দিনের পালা। তবে সকল মঙ্গলকাব্যে অষ্টমঙ্গলা অধ্যায় নেই। অনেকের মতে অষ্ট অহের দেবীর মঙ্গলগীত হিসেবে এর নাম অষ্টমঙ্গলা।