বিদুলা
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে
  জনৈক তেজস্বিনী ক্ষত্রিয় নারী সৌবীররাজের সাথে এঁর বিবাহ হয়েছিল এঁর পুত্রের নাম ছিল সঞ্জয় স্বামীর মৃত্যু হলে সিন্ধুদেশের রাজা সৌবিররাজ্য জয় করেন এই সময় পরাজিত হয়ে সঞ্জয়কে নিশ্চেষ্ট থাকতে দেখে বিদুলা তাঁকে তীব্রভাষায় তিরস্কার করেন উত্তরে সঞ্জয় বলেন যে, যুদ্ধে তাঁর মৃত্যু হলে, পৃথিবী লাভ করেই বা বিদুলার কি সুখ হবে? উত্তরে বিদুলা বলেন যে, যুদ্ধে প্রাণবিসর্জন বা শত্রুনাশ ব্যতীত ক্ষত্রিয়ের শান্তিলাভ হয় না এরপর বিদুলার পরামর্শে উদ্যোগী হয়ে সঞ্জয় বীরত্বের সাথে যুদ্ধ করে নিজ রাজ্য উদ্ধার করেন