বিশ্বরূপ
হিন্দু পৌরাণিক কাহিনি মতে- বিশ্বকর্মা, ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত তিন মাথা বিশিষ্ট বিশ্বরূপ নামে একটি পুত্র সৃষ্টি করেন বড় হয়ে এই পুত্র কঠোর তপস্যায় নিয়োজিত হন এর কঠোর তপস্যা দেখে ইন্দ্র ভয় পেয়ে তাঁর তপস্যা ভাঙার জন্য বিভিন্ন অপ্সরাদের নিযুক্ত করেন কিন্তু কোন অপ্সরাই এতে সফল না হলে ইন্দ্র নিজেই সেখানে উপস্থিত হনইন্দ্র তাঁর কঠোর তপস্যা দেখে ভাবলেন অচিরেই বিশ্বরূপ ইন্দ্রত্ব লাভ করতে চলেছেন তাই তিনি বিশ্বরূপকে হত্যা করার জন্য অমোঘ অস্ত্র নিক্ষেপ করলেন এই অস্ত্রঘাতে বিশ্বরূপের পতন হলে- তক্ষা নামক এক শিল্পীর সাহায্যে বিশ্বরূপের তিনটি মাথাই কেটে ফেলেন