বৈষ্ণব
হিন্দু পৌরাণিক কাহিনিতে এই শব্দ একাধিক অর্থে ব্যবহৃত হয়। যেমন

১. বিষ্ণুসম্বন্ধী।
২. বিষ্ণুভক্তদের সাধারণ নাম বৈষ্ণব
বিষ্ণুভক্তদের বিশেষ গোষ্ঠীর নাম।
৩. বৈষ্ণব নামক অস্ত্র, বৈষ্ণব বাণ।
৪. যজ্ঞ বিশেষের নাম।