বসুধারা
হিন্দু পৌরাণিক কাহিনি মতে একবার দেবতা ও ব্রাহ্মণদের মধ্যে বিবাদ উপস্থিত হলে রাজা উপরিচর দেবতাদের পক্ষ গ্রহণ করেন এই কারণে ব্রাহ্মণরা তাঁর উপর অসন্তুষ্ট হয়ে অভিশাপ দেন ফলে ইনি আকাশ ভ্রমণের ক্ষমতা হারান এবং ভূমণ্ডলের একটি গর্তে পতিত হন এরপর দেবতারা যজ্ঞের হবি থেকে উপরিচরের খাবারের ব্যবস্থা করে দেন বসুর জন্য প্রদত্ত ঘিয়ের ধারাকেই পরবর্তী সময়ে বসুধারা নামকরণ করা হয় বর্তমানে  এই ধারা প্রাচীরের গায়ে দেওয়ার বিধান রয়েছে