ব্রাহ্মণ
১. বিশেষ্য {| জাতি | দল | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনী মতে- চতুর্বর্ণের মধ্যে আদি ও প্রধান বর্ণ এঁরা ব্রহ্মার মুখ থেকে উদ্ভব হয়েছিলেন

.  বিশেষ্য {| বেদ | ধর্মীয় পাঠ্য | লিখন | লিখিত যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক গ্রন্থ বেদের অংশ বিশেষ বেদের প্রতিটি শাখার একটি করে ব্রাহ্মণ আছে এতে রয়েছে, বৈদিক যজ্ঞের ক্রিয়া-প্রণালী, ক্রিয়ার ব্যাখ্যাসহ তাত্পর্য ও উদ্দেশ্য নির্ণয় এছাড়া রয়েছে এর সাথে সম্পর্কিত বিভিন্ন আখ্যান ব্রাহ্মণগুলোর বেশিরভাগ অংশ গদ্যে রচিত হলেও, কোন কোন স্থানে পদ্য লক্ষ্য করা যায় প্রতিটি ব্রাহ্মণের শেষ অংশের নাম আরণ্যক এবং আরণ্যকের শেষ ভাগ উপনিষদ।