দারুক
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে
শ্রীকৃষ্ণের রথের সারথি এই কারণে ইনি কৃষ্ণসারথি নামে খ্যাত হয়েছিলেন কৃষ্ণের সহায়তায় অর্জুন যখন সুভদ্রাকে অপহরণ করেন, তখন অর্জুন কৃষ্ণের রথ ব্যবহার করেছিলেন এই সময় অর্জুন, দারুককে রথের সাথে বেধেঁ রেখেছিলেন

কুরুক্ষেত্রের যুদ্ধের চতুর্দশ দিনে, কৃষ্ণের আদেশে ইনি সাত্যকির রথের সারথ্য করেন জয়দ্রথকে হত্যা করার দিনে ইনি কৃষ্ণ অর্জুনকে রথে উঠিয়ে অত্যন্ত কুশলতার সাথে কৌরব সৈন্যদের ভিতর দিয়ে রথ পরিচালনা করেছিলেন যদুবংশ বিনষ্ট হওয়ার পর, হস্তিনাপুর থেকে অর্জুনকে ইনি রথে করে দ্বারকায় এনেছিলেন