ঘটযোনি
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে
অগস্ত্য, দ্রোণাচার্য, বশিষ্ঠের জন্ম হয়েছিল ঘটের ভিতর। এই কারণে, এদের অপর নাম হয়েছে- যথাক্রমে ঘটজ, ঘটযোনি, ইত্যাদি


ঘটস্থাপন
হিন্দুধর্মমতে কোনো দেবস্থানে পূজা আরম্ভেরর আগে প্রতিমার সামনে ঘট বসানো কর্মকে ঘটস্থাপন বলে আবার পূজার জন্য নির্দিষ্ট দেবতা বা দেবীর পরিবর্তে কোনো ঘট স্থাপন করে, তাকে দেবতা বা দেবী হিসাবে পূজা করলেও ঘটস্থাপন বলে