ঘটস্থাপন
হিন্দুধর্মমতে কোনো দেবস্থানে পূজা আরম্ভেরর আগে প্রতিমার সামনে ঘট বসানো কর্মকে ঘটস্থাপন বলে আবার পূজার জন্য নির্দিষ্ট দেবতা বা দেবীর পরিবর্তে কোনো ঘট স্থাপন করে, তাকে দেবতা বা দেবী হিসাবে পূজা করলেও ঘটস্থাপন বলে