ইন্দ্রপ্রস্থ
পঞ্চপাণ্ডবের রাজধানীর নাম
অনেকের ধারণা প্রাচীন দিল্লী নগরীই ছিল এই ইন্দ্রপ্রস্থ
পাণ্ডবেরা দ্রৌপদীকে লাভ করে হস্তিনাপুরে ফিরে এলে- ধৃতরাষ্ট্র তাঁদের অর্ধেক-রাজত্ব দিয়ে খাণ্ডবপ্রস্থে বাস করতে বললেন পাণ্ডবেরা খাণ্ডবপ্রস্থে একটি বিরাট নগরী নির্মাণ করে- সেখানে তাঁদের রাজধানী স্থাপন করেন এই রাজধানীই ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত
খাণ্ডব নামক অরণ্যের মধ্যে একটি নগর ছিল কথিত আছে- এখানে দেবতারা একটি নগর নির্মাণ করেছিলেন এই স্থানে ইন্দ্র বিষ্ণুর পূজা করতেন সেই থেকে এই নগরীর নাম ইন্দ্রপ্রস্থ হয়েছিল ধারণা করা হয়- এই স্থানে মৃত্যু হলে বিষ্ণুতুল্য হওয়া যায়