জয়া
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনিতে এই নামে একাধিক চরিত্র পাওয়া যায় যেমন
অন্ধকাসুরের রক্তপান করার জন্য মহাদেব যে মাতৃকাগণের সৃষ্টি করেন, জয়া তাঁদের মধ্যে একজন
লক্ষ্মীর অন্য সহচরীর নাম
গৌতমের ঔরসে অহল্যার গর্ভে মোট চারটি কন্যা জন্মে কন্যা চারটির নাম ছিল- জয়া, বিজয়া, জয়ন্তী ও অপরাজিতা এঁরা সকলেই পার্বতীর সখী ছিলেন জয়ার অপর নাম- কর্পূরতিলকা দক্ষ যখন তাঁর যজ্ঞের সময় শিব-পার্বতীকে নিমন্ত্রণ না করার সিদ্ধান্ত নেন, তখন জয়াই সতীকে এই যজ্ঞের কথা জানিয়েছিলেন
অগ্নিপুরাণ মতে- ৬৪ যোগিনীর একজনের নাম