জয়ন্ত
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনিতে
এই নামে একাধিক চরিত্র পাওয়া যায় যেমন

. ইন্দ্রের ঔরসে শচীর গর্ভে এঁর জন্ম হয় রাবণ স্বর্গ আক্রমণ করলে ইনি  রাক্ষসসেনাদের পরাজিত করেছিলেন কিন্তু মেঘনাদ মায়াবলে দশ দিক তমসাচ্ছন্ন করে নিজেকে লুকিয়ে ফেলেন এবং জয়ন্তকে পরাস্ত করেন এই সময় দৈত্যরাজ পুলোমা জয়ন্তকে পাতালে নিয়ে রক্ষা করেন
. অযোধ্যার রাজা দশরথের আটজন মন্ত্রীর একজন। [সপ্তম সর্গ। বালখণ্ড। বাল্মীকি রামায়ণ]
. বিরাট রাজভবনে ছদ্মবেশী মধ্যমপাণ্ডব ভীমের গুপ্ত নাম
. একটি পৌরাণিক কাকের নাম