কামধেনু
ঊর্ধ্বক্রমবাচকতা {| হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু ধর্মমতে— ইচ্ছাপূরণকারী
দৈব শক্তির অধিকারী পৌরাণিক গাভী বিশেষ
এই অর্থে দুটি গাভীর নাম পাওয়া যায়।
১.
প্রজাপতি কশ্যপের ঔরসে দক্ষকন্যা সুরভির গর্ভে রোহিণীর জন্ম হয়। কালিকাপুরাণ (৬১তম অধ্যায়) মতে— শূরসেনের ঔরসে রোহণীর গর্ভে কামধেনুর জন্ম হয়। এর পুত্র মহাদেবের বাহন ছিলেন।
২. সুরভীর গর্ভজাতা কন্যা। ইনি নন্দিনী নামে পরিচিতা।
বশিষ্ঠ মুনি'র কাছে কামধেনু ছিলদেখুন : নন্দিনী