কুব্জা
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে ইনি মথুরায় কংসের পরিচারিকা ছিলেন ইনি কুঁজো ছিলেন কৃষ্ণ- বলরাম কংসের আয়োজিত ধনুর্যজ্ঞ উপলক্ষে মথুরায় আসেন কংসের প্রাসাদে যাবার পথে এঁর সাথে কৃষ্ণ-বলরামের দেখা হয় ইনি তখন মালা-চন্দন নিয়ে চলছিলেন কৃষ্ণ এঁর কাছে মালা চন্দন প্রার্থনা করলে, ইনি কৃষ্ণ-বলরামকে চন্দন লেপন করে দেন এতে কৃষ্ণ সন্তুষ্ট হয়ে কুব্জার পিঠে হাত রাখলে- কুব্জা'র উঁচু পিঠ স্বাভাবিক হয় এবং একজন সুরূপা নারীতে পরিণত হন।। এবং ইনি পরে কৃষ্ণের বন্দনা করে প্রস্থান করেন